
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন নানান বয়সী ও শ্রেণী-পেশার মানুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ঢল। এদিকে শাহাবাগ চত্বরকে ‘শহীদ হাদি চত্বর’ ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরজমিনে দেখা যায়, সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুর দিকে মানুষের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। এদিকে জুম্মার ওয়াক্তে শাহাবাগ মোড়েই জামায়াতে নামাজে অংশ নেন বিক্ষোভে অংশ নেওয়া মানুষরা।
নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস জসিম উদ্দিন রহমানী। এসময় মোনাজাতে শরীফ ওসমান হাদীর জন্য দোয়া করা হয়।
এরআগে স্লোগানে স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত করে রাখেন বিক্ষোভকারীরা।
এসময় তাদের ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘এই মুহুর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘তুমি কে আমি কে, হাদি, হাদি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এরআগে শুক্রবার রাত থেকে শাহাবাগ মোড়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এতে শাহাবাগ মোড় থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
আইএ/সকালবেলা